
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব ডেস্ক: ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চলবে না—সরাসরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, কেউ এমন কোনো অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআইজি মল্লিক এ মন্তব্য করেন। তিনি বলেন, “পুলিশকে অতীতে কিছু উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তা জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এখনো যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিআইজি আরও বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার স্থান হিসেবে গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক—চাকরিজীবী হোক বা বাহিনীর অভ্যন্তরে—তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।