
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের পাশাপাশি এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
পাকিস্তান ইতিমধ্যে ভারতীয় অভিযোগ ‘অসত্য ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, “ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ থেকে দৃষ্টি ঘোরাতেই তারা এই অভিযোগ এনেছে।”
ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ, বর্তমান ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল, রাহুল তেওয়াটিয়া এবং শিখর ধাওয়ান—সবাই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একযোগে পোস্ট করেছেন একটি হিন্দি প্রবাদ: ‘কুত্তে কি দुम, তেড়ি কি তেড়ি হি রেহতি হ্যায়’, যার বাংলা অনুবাদ, “কুকুরের লেজ কখনও সোজা হয় না।”
যদিও শেবাগ সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য যে দেশটির উদ্দেশ্যে—তা নিয়ে নেটিজেনদের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং পাকিস্তানবিরোধী মন্তব্যে ভরে ওঠে কমেন্ট সেকশন।
এই অবস্থায় যুদ্ধবিরতির মধ্যেই এমন উসকানিমূলক পোস্ট কতটা দায়িত্বশীল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ, ভারতীয় ক্রিকেটারদের এমন বার্তা দুদেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মত দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
এদিকে বীরেন্দ্র শেবাগ ও শিখর ধাওয়ানের এমন পোষ্টের জবাবে এক পাকিস্তানি ক্রিকেট ভক্ত লিখেছেন, পাকিস্তানের সাথে যু’দ্ধে হেরে গোমূত্র খেতে খেতে পাগল হয়েগা ভারতীয় এই দুই সাবেক ক্রিকেটার।
ভারত-পাকিস্তান সম্পর্ক যখন নতুন করে উত্তপ্ত, তখন শীর্ষ খেলোয়াড়দের এই ধরনের পোস্ট দুই দেশের জনমতকে কীভাবে প্রভাবিত করবে—তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
__________________________
প্রিয় দর্শক নিচে দেয়া লিংকে ক্লিক করে আমাদের Our Time’s News এর হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে আসার অনুরোধ করছি। ধন্যবাদ