
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়ার পর ব্যাট হাতে আরও একবার দায়িত্বশীল ইনিংস খেললেন মুশফিকুর রহিম। সকালে ৯৯* থেকে সেঞ্চুরি পূর্ণ করার পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন দারুণ এক হাফসেঞ্চুরি। তার সঙ্গে ছিলেন মুমিনুল হক, যিনি দারুণ ফর্মে থাকলেও ব্যক্তিগত মাইলফলকের মাত্র ১৩ রান দূরে থেমে যান।
বাংলাদেশের ডাগআউটে তখনই সিদ্ধান্ত-ইনিংস ডিক্লেয়ার। ফলে আয়ারল্যান্ডের সামনে দাঁড়িয়েছে বিশাল ৫০৪ রানের লক্ষ্য। মাইলফলকের অপেক্ষা-একজন পেলেন, আরেকজন পেলেন না, দিনের শুরু থেকেই আলো ছিল দুই ব্যাটারকে ঘিরে-মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
একজন সেঞ্চুরি সম্পন্ন করে ইতিহাসে নাম লিখিয়েছেন, অন্যজন অপেক্ষায় ছিলেন নিজের ১৩তম টেস্ট সেঞ্চুরির।
মুশফিক নিজের সেঞ্চুরি উদযাপন শেষে দ্বিতীয় ইনিংসেও দেখিয়েছেন অভিজ্ঞতার পরিপক্বতা। ব্যাট করে তুলে নেন অপরাজিত ফিফটি।
অপরদিকে, দুর্দান্ত ব্যাট করতে থাকা মুমিনুল ৮৭ রানে থেমে যান। সেঞ্চুরির খুব কাছে থেকেও পারলেন না কাঙ্খিত টানা ফর্মকে রূপ দিতে।
মুমিনুল আউট হতেই আর দেরি করেনি টিম ম্যানেজমেন্ট। ইনিংস ঘোষণা করে ওয়ানডে স্টাইলে টার্গেট সেট করে দেওয়া হলো আয়ারল্যান্ডের জন্য।
৫০৪ রানের পাহাড় সমান লক্ষ্য।
বাংলাদেশ প্রথম ইনিংসে বড় সংগ্রহের পর আবারও শক্ত অবস্থান গড়ে নেয়।
দ্বিতীয় ইনিংসের লিড হিসেব করে আয়ারল্যান্ডকে দেয়া লক্ষ্য দাঁড়ায় ৫০৪ রান—টেস্ট ইতিহাসে যেকোনো দলের জন্যই একটা ভয়ংকর পাহাড়।
এ টার্গেট তাড়া করতে নেমে আয়ারল্যান্ডকে কেবল বড় ব্যাটিং নয়, অতি বড় এক অলৌকিক ইনিংস খেলতে হবে। বাংলাদেশের স্পিন এবং রিভার্স সুইং–সমৃদ্ধ আক্রমণ মোকাবিলা করা হবে তাদের জন্য কঠিন পরীক্ষা।




























