
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে রূপনগর এলাকায় অবস্থিত একটি গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে ওই কারখানাটি সিলগালা করে বন্ধ করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪, সিপিসি ২ এর সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় তল্লাশি চালানো হয়। সেখানে চিনি, রঙ ও কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল; কোনোটিতেই আখ বা খেজুরের রসের উপস্থিতি ছিল না। এ ঘটনায় গুড় উৎপাদনের সঙ্গে জড়িতদের জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়। এছাড়া কারখানায় মজুতকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, “কারখানায় প্রতি রাতে প্রায় ১৫ টনের মতো ভেজাল গুড় তৈরি হতো। অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেছে। এসব ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।”




























