
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আরও একটি শিরোপা জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসির নেতৃত্বেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মিয়ামি।
রোববার চেজ স্টেডিয়ামে ফাইনালে প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে উড়িয়ে দেয় মিয়ামি। এমএলএসের সবচেয়ে বড় এই শিরোপা জয়ের পর উৎসবে মেতে আছে মিয়ামির খেলোয়াড় ও সমর্থকেরা।
শিরোপার সঙ্গে বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে মেসির দল। সর্বশেষ অফিশিয়াল পুরস্কার কাঠামো অনুযায়ী, ২০২৫ সালের এমএলএস কাপ জেতা দল পাবে ৩ লাখ মার্কিন ডলার—বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ কোটি ৬৭ লাখ।
রানার্সআপ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস পাবে ১ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার।
ফাইনালিস্ট ছাড়াও এমএলএস আরও অর্থ দেয় যেসব দল আগের রাউন্ডগুলো পার হয়। কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দুই দল পেয়েছে ১ লাখ ডলার করে। কনফারেন্স সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলোর ঝুলিতে গেছে ৪৭ হাজার ৫০০ ডলার করে।
সর্বমোট প্লে–অফে অংশ নেওয়া সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় ১০ লাখ ডলার। প্রতিটি রাউন্ড জয় মানে অতিরিক্ত আর্থিক পুরস্কার- যা পোস্ট সিজনে দলগুলোর লড়াইকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।
































