
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশ নিতে চাইলে আবারও নতুন করে নির্বাচনী তফসিল রিশিডিউল (পুনঃতফসিল ঘোষণা) করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচনের দিনক্ষণ পেছানোর সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল।
এ সময় তিনি আরো বলেন, বিএনপির নির্বাচনে আসার এখনো সুযোগ আছে, এবং ‘বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্য হবে বলে মনে করছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।