
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কখনোই কারও কাছে মাথা নত করেনি, আমিও কারও কাছে মাথা নত করি না, করবো না। ক্ষমতায় থাকি আর না থাকি, তবে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি নই।
পদ্মা সেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় এ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, সাধারণত প্রকল্পের সমাপনী কোনো অনুষ্ঠান হয় না। তবে পদ্মা সেতু নির্মাণে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। বিশেষ করে পদ্মার দুই পাড়ের যারা জমি দান করেছেন এবং সেতু নির্মাণের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের কৃতজ্ঞতা জানানোর জন্যই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।