
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দ’খ’ল’দা’র হা’য়েনা ই’সরাইলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব সরকার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি তার বক্তব্যে ফিলিস্তিনিদের ওপর দ’খলদার ইসরায়েলি বাহিনীর ‘দখলদারি অপরাধের’ও কঠোর সমালোচনা করেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ই’হুদী ‘ইসরায়েলের দখলদারিত্বের অপরাধ’ এর তীব্র নিন্দা জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। তিনি আরো বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার অক্লান্ত পরিশ্রম কখনোই বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি যে এটি ছাড়া সৌদি আরব কোনভাবেই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।
শুরা কাউন্সিলে দেওয়া ভাষণে এমন মন্তব্যই করেন সৌদি যুবরাজ। তিনি বাদশাহ সালমানের পক্ষ থে,কে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন। ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছেন শুরা কাউন্সিলের সদস্যরা।
যদিও এর আগে গেল কয়েক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেই এগোচ্ছিল সৌদি আরব সরকার। তবে এখন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার পক্ষেই পরিপূর্ণভাবে সমর্থন দিয়ে যাবে সৌদি আরব সরকার।