
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাত্রীদের যাত্রা এখন আরও আরামদায়ক হতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আজ থেকে এই রুটে আধুনিক এসি বাস সেবা চালু করেছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়ী বিআরটি স্টেশনে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “বিআরটি প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তবে জনগণের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ১০টি এসি বাস দিয়ে যাত্রীসেবা চালু করা হয়েছে। বাকি কাজগুলোও দ্রুতই সম্পন্ন করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কমিশনার মো. ইব্রাহিম খান।
প্রাথমিকভাবে এই এসি বাসগুলো ৪২.৫ কিলোমিটার পথ পাড়ি দেবে। এর মধ্যে গাজীপুর শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুট নির্ধারণ করা হয়েছে।
শিববাড়ী থেকে বিমানবন্দর: ভাড়া ৭০ টাকা।
শিববাড়ী থেকে গুলিস্তান: ভাড়া ১৪০ টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে জানিয়েছেন, যাত্রীদের চাহিদা এবং স্টেশনগুলোর পূর্ণ প্রস্তুতি নিশ্চিত হওয়ার পর পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।
বিআরটিসির এই এসি বাস সার্ভিস চালুর মাধ্যমে যাত্রীদের যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হলো। এটি যানজট কমাতে এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।