
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: টবঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী তিনদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ৭৫ থেকে ১৭৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি পরিমাণ এবং রংপুর বিভাগে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে আলু চাষিদের ফসলের ক্ষতির ঝুঁকি রয়েছে। কৃষকদের জমিতে পানি জমে না থাকার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ২২ ডিসেম্বর পর্যন্ত সেচ কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ীভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।