
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি নৌকাডুবিতে আট বাংলাদেশি অভিবাসীর মৃত্যু নিশ্চিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর সংঘটিত এই দুর্ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১২১ জন অভিবাসী বহনকারী একটি নৌকা লিবিয়ার উপকূলে ডুবে যায়। লিবিয়ার নৌবাহিনী উদ্ধার অভিযানে ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও বাংলাদেশি নিখোঁজ থাকতে পারেন।
বেঁচে যাওয়া অভিবাসীদের লিবিয়ার জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। নিখোঁজদের অনুসন্ধানে স্থানীয় প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনায় নিহত ও নিখোঁজদের পরিচয় শনাক্তে কাজ করছে। দূতাবাস স্থানীয় প্রশাসন এবং উদ্ধার সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে।
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অভিবাসীদের এই বিপজ্জনক যাত্রার ঘটনা মানবপাচারের বড় ঝুঁকির দিকটি আবারও সামনে এনেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঝুঁকি মোকাবিলায় কাজ করছে।