
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর জারি করা সভা-সমাবেশের নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান তিনজন এবং শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পরিস্থিতি এখন শান্ত হওয়ায় এবং জনজীবনের স্বাভাবিকতা নিশ্চিত করতে ৩ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
পূর্বে, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এর ফলে কয়েকজন প্রাণ হারান এবং উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।
ডিএমপির এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
ডিএমপি সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত এবং চলাচলকারী জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।