
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিপিএলের ১১তম আসরে দারুণ ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে হ্যাটট্রিক জয় করে সিলেট পর্বে মাঠে নামা রংপুর, স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে তাদের চতুর্থ জয় নিশ্চিত করেছে। এর ফলে দলটি ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে।
সোমবার সিলেট স্ট্রাইকার্স টস হেরে প্রথমে ব্যাট করে রংপুরের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। ৫ বলে শূন্য রানে আউট হন আজিজুল হক। তবে সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের জুটি দ্রুত রান তুলে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে। সাইফ ৩১ বলে ফিফটি করেন, আর হেলস ইনিংসের মাঝপথে রানের গতি বাড়িয়ে ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন।
সিলেটের পক্ষে তানজিম সাকিব দুটি উইকেট নেন। এর আগে, সিলেটের ইনিংসে রনি তালুকদার ও জর্জি মানজির ওপেনিং জুটিতে আসে ৪৭ রান। তবে রনি ৩৬ বলে ফিফটি করলেও ইনিংস বড় করতে পারেননি।
শেষ দিকে জাকের আলী ও অ্যারন জোন্সের ব্যাটিং ঝড়ে সিলেট স্কোরবোর্ডে ২০৫ রান জমা করে। জাকের ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্স ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেন।
এই জয়ের ফলে রংপুর রাইডার্স শীর্ষস্থানে থেকে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো করেছে।