
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আক্রমণের পর ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৭ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক অভিযান শুরু করে। চলতি মাসে যুদ্ধবিরতির পরও গাজায় পরিস্থিতি স্থিতিশীল হয়নি এবং নতুন করে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো গাজার কয়েকটি অঞ্চলে উদ্ধারকর্মীরা মরদেহের সন্ধান পেতে থাকছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রবিবার পর্যন্ত আরও ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফলে নিহতের সংখ্যা আরো বেড়ে ৪৭,৩০৬ জনে পৌঁছেছে।
এদিকে, গাজায় ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, এবং বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাছাড়া, ১১ হাজারেরও বেশি ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে।
যুদ্ধবিরতির পরও গাজায় শান্তি ফিরে আসেনি, এবং আন্তর্জাতিক মহলের মধ্যে গাজার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য আরও সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, এবং উপত্যকার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
এই পরিস্থিতিতে গাজার জনগণের জন্য আন্তর্জাতিক সমর্থন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।