
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নানা বিতর্কের মধ্য দিয়ে এগিয়েছে। পারিশ্রমিক জটিলতা, ফিক্সিং সন্দেহ এবং ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে শেষ চারের লড়াই শুরুর আগেই ব্যর্থতার দায় স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলকে ঘিরে একাধিক বিতর্ক মাথাচাড়া দেয়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, টুর্নামেন্টের কোথায় কোথায় ত্রুটি হয়েছে, সে বিষয়ে কমিটি কাজ করবে। তিনি বলেন, “এবারের বিপিএলে আমাদের শেখার অনেক কিছু ছিল। ভবিষ্যতে আরও ভালো করতে চাই।
দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক না দেওয়ার কারণে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। বিসিবি কর্তৃপক্ষ তাদের স্বত্বাধিকারীর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা জানান, “রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি যদি নির্ধারিত সময়ে পারিশ্রমিক পরিশোধ না করেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির মালিকের একটি বিতর্কিত মন্তব্য নিয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি খেলোয়াড় পারভেজ ইমনের পারিশ্রমিক নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তাকে সতর্ক করা হয়েছে এবং বিসিবির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকার করেছেন, এবারের আয়োজনে বেশ কিছু ভুল ছিল। তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলো যাচাই-বাছাই না করায় সমস্যা হয়েছে। তবে এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী বিপিএল আরও ভালো করার পরিকল্পনা করছি।
ভবিষ্যতে বিপিএলকে আরও পেশাদার করতে ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির সঙ্গে সূচির সংঘর্ষ এড়ানোর চেষ্টা করা হবে। তিনি আশাবাদী, “প্রথম দুই বছর কঠিন হলেও তৃতীয় বছর থেকেই বিপিএল লাভজনক হবে।
বিপিএলের নানা বিতর্কের মধ্যেও বিসিবি সভাপতি ইতিবাচক দিকগুলোর ওপরও জোর দিয়েছেন। তার মতে, “৯০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে, মাঠে রান হচ্ছে, ভালো খেলা হচ্ছে। এসব দিকেও গুরুত্ব দেওয়া উচিত।