
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্কঃ খুলনার শেরে বাংলা রোডে অবস্থিত শেখ বাড়ি, যা স্থানীয়দের মধ্যে ‘হাসিনার দ্বিতীয় কেবলা’ হিসেবে পরিচিত, বিক্ষুব্ধ ছাত্র-জনতার বুলডোজারে গুঁড়িয়ে গেছে। বুধবার রাত ৯টার দিকে শত শত শিক্ষার্থী ও জনতা বুলডোজার নিয়ে ওই বাড়ি ধ্বংস করে।
বিকেল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা শেখ বাড়ির সামনে জড়ো হতে থাকে। ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা বাড়ির প্রবেশপথে থাকা টিন ও বাঁশের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। উত্তেজিত জনতা লাঠি ও রড দিয়ে দোতলা বাড়িটিতে আঘাত হানে।
রাত সাড়ে ৯টার দিকে প্রথম বুলডোজার এসে বাড়ি ভাঙতে শুরু করে। ১০ মিনিট পর আরেকটি বুলডোজার সেখানে আসে। এর আগেই উত্তেজিত জনতা পরিত্যক্ত কাঠ ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “এই শেখ বাড়ি ছিল ‘হাসিনার দ্বিতীয় কেবলা’। এখান থেকে খুলনাবাসীর ওপর নির্যাতন চালানো হতো। টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের আখড়া ছিল এটি। আমরা কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ দেব না।
শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল ও বিসিবির সাবেক পরিচালক শেখ সোহেলসহ পাঁচ ভাই প্রায়ই এই বাড়িতে বসবাস করতেন। এখান থেকেই রাজনীতি, চাকরি বদলি ও টেন্ডার নিয়ন্ত্রণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হতো।
বুধবার রাত ১০টা পর্যন্ত বাড়ি ভাঙার কাজ চলছিল। ঘটনাস্থলে কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখা যায়নি।