
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন তৎপর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। যৌথ বাহিনীর বিশেষ এ অভিযানে গাজীপুর থেকে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) রোববার এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকেই যৌথ বাহিনী সাড়াশি অভিযান শুরু করে। গুরুত্বপূর্ণ মোড়ে জোরদার করা হয় টহল কার্যক্রম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সেনা সদস্যরা।
পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে স্থানীয়রা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের ওপর হামলা চালায়। আহত শিক্ষার্থীদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংগঠনটির নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।