
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট:অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিগত শাসকগোষ্ঠী জেলা প্রশাসকদের (ডিসি) জনগণের দমন-পীড়নে ব্যবহার করেছে। তবে ভবিষ্যতে যেন প্রশাসনের এই অসীম সম্ভাবনাকে জনস্বার্থে কাজে লাগানো হয়, সেই আহ্বান জানান তিনি।
“ফ্যাসিস্ট শাসকরা ডিসিদের নিপীড়নের অস্ত্র বানিয়েছিল”
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “ডিসিরা অত্যন্ত মেধাবী ও দক্ষ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রের সেরা মেধাবীরাই প্রশাসনে আসেন। কিন্তু দুঃখজনকভাবে, অতীতের ফ্যাসিবাদী শাসকেরা তাদের ক্ষমতার অপব্যবহারে বাধ্য করেছে, জনগণকে দমন করতে ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, “এই দক্ষ প্রশাসনকে জনগণের কল্যাণে কাজে লাগানো গেলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা উন্নত করার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। আমি বিশ্বাস করি, এই সদিচ্ছা ও মানসিকতা তাদের রয়েছে।”