
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ছিনতাই ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ সন্ধ্যার পর থেকেই আরও সক্রিয় হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও উন্নতির সুযোগ রয়েছে। অতীতে অনেক ঘটনা জানতে দেরি হতো, কিন্তু এখন দ্রুতই তথ্য চলে আসে।”
উপদেষ্টা আরও বলেন, “ছোটখাটো অপরাধ সবসময়ই ঘটেছে, তবে ভবিষ্যতে এসব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না, এমন কোনো ঘটনা পুনরায় ঘটুক।”
আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া নির্দেশনার বিষয়ে তিনি বলেন, “আজ রাত থেকেই তাদের কার্যক্রম আরও জোরদার হবে, যা সবাই টের পাবেন।”
জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি দূর করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আজকের বৈঠক করা হয়েছে এবং বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সন্ধ্যার পর থেকেই কার্যক্রম শুরু করবে, যা নাগরিকরা সরাসরি অনুভব করতে পারবেন।”