
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কারীদের উদ্যোগে আজ (বুধবার) নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি চূড়ান্ত করতে মঙ্গলবার রাতে আলোচনা হয়েছে। যদিও এখনো সংগঠনের নাম নির্ধারণ হয়নি, তবে শীর্ষ নেতৃত্ব প্রায় চূড়ান্ত।
সম্ভাব্য কেন্দ্রীয় নেতৃত্ব:
আহ্বায়ক: আবু বাকের মজুমদার
সদস্য সচিব: জাহিদ আহসান
মুখ্য সংগঠক: তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী
মুখপাত্র: আশরেফা খাতুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট:
আহ্বায়ক: আব্দুল কাদের
সদস্য সচিব: মুহির আলম
মুখ্য সংগঠক: হাসিব আল ইসলাম
মুখপাত্র: রাফিয়া রেহনুমা হৃদি
সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হবে না বরং স্বাধীনভাবে পরিচালিত হবে। সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, যাতে শুধুমাত্র শিক্ষার্থীরাই নেতৃত্ব দিতে পারেন। সংগঠনটি অভ্যন্তরীণ চাঁদার মাধ্যমে পরিচালিত হবে।
তবে নতুন সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা গঠিতব্য নতুন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে নিশ্চিত করেছেন সংগঠকরা।