১৩ই মার্চ, ২০২৫, ১২ই রমজান, ১৪৪৬
সর্বশেষ
ধামরাইয়ে পুনরায় নির্মিত ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
হজ সেবায় গাফিলতির বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা
যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন রাজি
টেকনাফে মালয়েশিয়া পাচারের ষড়যন্ত্রে ১৮ রোহিঙ্গা উদ্ধার, পাচারের দালাল আটক
প্রত্যাবাসনের আশায় রোহিঙ্গাদের মুখে উচ্ছ্বাস: জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফর শুরু
চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস
যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি: কুরআন ও হাদিসের আলোকে কঠোর সতর্কবার্তা
যাকাত: ধনীদের জন্য পরীক্ষা, গরিবের জন্য রহমত, আর সমাজের জন্য শান্তি
পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: আফগান মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ, মানবঢাল হিসেবে ব্যবহার নারী-শিশু
পাকিস্তানে হাইজ্যাক হওয়া ট্রেনে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১৩

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান ড. ইউনূস

আওয়ার টাইমস নিউজ।

রোহিঙ্গা সংকট নিরসনে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সফল করতে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “আসন্ন সম্মেলনটি সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্বকে আবারও এই সংকটের দিকে মনোযোগ দিতে হবে এবং দীর্ঘমেয়াদে একটি কার্যকর সমাধানের পথ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা মানবিক সংকটের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়াতে হবে, যেন তারা নিরাপদ জীবনযাপন করতে পারে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, “এই আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা সংকটকে নতুনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। রাখাইনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির জন্য এটি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “জাতিসংঘ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের পাশে রয়েছে। আমরা চাই, এই সম্মেলন থেকে কার্যকর সিদ্ধান্ত বেরিয়ে আসুক।

বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। ফিলিপ্পো গ্র্যান্ডি আশা প্রকাশ করেন, “এই সফর রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংকট সমাধানে নতুন গতিপথ তৈরি করবে এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির পথ সুগম করবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং জাতিসংঘের প্রতিনিধি ফিলিপ্পো গ্র্যান্ডি একমত হন যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ করা জরুরি।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত