
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার ক্ষমতা ছেড়ে দাও, জনগণকে মুক্তি দাও—আব্বাসের আহ্বান হামাসের প্রতি।
ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গনে বড়সড় বিস্ফোরণ ঘটালেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।
সম্প্রতি পশ্চিম তীরের রামাল্লায় এক সরকারি বৈঠকে আব্বাস বলেন, “হামাসের কারণে ইসরায়েল গাজায় হামলা চালানোর অজুহাত পাচ্ছে। তারা জনগণের জীবন বিপন্ন করছে।” এখানেই থেমে থাকেননি তিনি। আবেগঘন কণ্ঠে বলে ওঠেন, “কুকুরের বাচ্চারা”, যাদের আটক রেখেছো ছেড়ে দাও। এই সুযোগ দেওয়া বন্ধ করো।
তিনি সরাসরি দাবি করেন, হামাস যেন গাজার নিয়ন্ত্রণ ও অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এবং একটি রাজনৈতিক দলে পরিণত হয়।
২০০৭ সালে গাজা দখলের পর থেকে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সম্পর্ক সবসময়ই তিক্ত। এক দশকেরও বেশি সময় ধরে এই বিভক্তির কারণে পশ্চিম তীর ও গাজার মধ্যে কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব তৈরি হয়নি।
সম্প্রতি হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হয়ে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলের পক্ষ থেকে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জন জিম্মি মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু হামাস জানায়, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ না হলে এবং সেনা প্রত্যাহার না হলে তারা কোনো জিম্মিকে ছেড়ে দেবে না।
হামাসের এক নেতা বাসেম নাইম এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “মাহমুদ আব্বাস নিজের জনগণের এক বড় অংশকে অপমান করেছেন।”
তবু প্রেসিডেন্ট আব্বাসের বক্তব্যে ছিল কঠোর বার্তা—“যুদ্ধ আর নয়। জনগণের শান্তি চাই। হামাসকে এখনই গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে।”