
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, দেশের প্রশাসন আবারও দলীয় প্রভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, কিছু কর্মকর্তা পূর্বের মতোই নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন এবং তাদের স্বার্থে কাজ করছেন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক স্পষ্ট ভাষায় বলেন, “যারা দলবাজি করবে, তাদের পরিণতি হবে বেনজীর আহমেদ কিংবা হারুন অর রশিদের মতো।” তিনি উল্লেখ করেন, দীর্ঘ আট মাস পার হলেও জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হতাহতদের বিচার বা দায়ীদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
তার দাবি, “রাজনৈতিক দলগুলো নিজেরা ক্ষমতার সমীকরণে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগ বিরোধিতায় ঐক্য ও স্পষ্ট অবস্থান না থাকায় তারা আবার রাজপথে সক্রিয় হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ প্রতিরোধে আমরা কাজ শুরু করেছি, অন্য দলগুলোকেও স্পষ্ট অবস্থান নিতে হবে।
নুরুল হক অভিযোগ করেন, বর্তমানে দেশের বিভিন্ন খাতে—যেমন পরিবহন, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে—চাঁদাবাজি ও দখলবাজি চলছে। রাজনৈতিক আশ্রয়ে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরাও সক্রিয় হয়ে উঠেছে, যা জনগণ মোটেও মেনে নিচ্ছে না।
সমাবেশটি আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা। এতে সভাপতিত্ব করেন মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন আব্দুর রহিম। আরও বক্তব্য দেন নুরে এরশাদ সিদ্দিকী, নাজিম উদ্দীন, রকিবুল হাসান, সবুজ খান ও ফারজানা কিবরিয়া প্রমুখ।