
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন, কবি দাউদ হায়দার ৭৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। ২৬ এপ্রিল ২০২৫, শনিবার রাত ৯টার দিকে বার্লিনের একটি রিহ্যাবিলিটেশন হোমে তার মৃত্যু ঘটে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কবি, যার কারণে তিনি জার্মানির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কবি দাউদ হায়দার ১৯৭৩ সালে তার বিখ্যাত কবিতা “কালো সূর্য্যের কালো জ্যোত্স্নায় কালো বন্যায়” লেখার জন্য গ্রেপ্তার হন। পরবর্তীতে ১৯৭৪ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয় এবং কলকাতাগামী একটি বিশেষ ফ্লাইটে তুলে দেওয়া হয়। ১৯৮৭ সালে, বিশ্বখ্যাত জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের সহায়তায় তিনি জার্মানিতে আশ্রয় নেন।
তার সাহিত্যিক জীবন ছিল এক সংগ্রামমুখর যাত্রা। দাউদ হায়দার ছিলেন একজন একক কবি, যার লেখনী ছিল মানুষের জীবনের গভীর সত্যকে অবলীলায় ফুটিয়ে তোলার এক অসাধারণ উপায়। তার লেখায় একদিকে যেমন ছিল কঠিন বাস্তবতার প্রতিফলন, তেমনি অন্যদিকে ছিল এক গভীর মানবিক অনুভূতি।
তিনি চিরকালীন একাকিত্বে ভুগলেও, তার সাহিত্য পৃথিবীজুড়ে মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছে। তার কবিতা, তার জীবন ও সংগ্রাম আজও সাহিত্যপ্রেমীদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে।
তার মৃত্যুর সংবাদ শোকের মধ্যে ফেলে দিয়েছে তার অনুগামীদের। তবে তার সাহিত্যিক অবদান বাংলা সাহিত্যের ইতিহাসে চিরকাল অমর থাকবে। বার্লিনে দাফন করা হবে তার মরদেহ, তবে কোথায় এবং কখন তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে তা তার পরিবারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
কবি দাউদ হায়দারের জীবন ও সাহিত্যিক সংগ্রাম নিয়ে বিস্তারিত জীবনী আগামীতে আমাদের পেজে তুলে ধরা হবে। তাই আমাদের সঙ্গে থাকুন এবং ফলো করতে ভুলবেন না, যাতে তার অনন্য জীবন ও কীর্তি সম্পর্কে আরও জানাতে পারি।