২৮শে এপ্রিল, ২০২৫, ২৯শে শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, তবুও দেশের বাজারে কেন স্বর্ণের দাম আকাশচুম্বী?
বিশ্বরাজনীতির উত্তেজনার মধ্যে ভারতের ৯০ হাজার কোটি টাকার রাফায়েল যুদ্ধবিমান চুক্তি
মাত্র চারটি আমল! নারীদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে — কী সেই সহজ কাজগুলো?
আগামী মাসেই শেখ হাসিনার বিচার শুরু: জানালেন ড. মুহাম্মদ ইউনূস
৫ই আগস্টে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর নতুন ভিডিও ফুটেজে চাঞ্চল্যকর তথ্য
কর্মস্থলে শান্তি এবং মনোযোগ আনার জন্য ৫টি কার্যকরী মাইন্ডফুলনেস কৌশল
ইরানের সংসদ সদস্যের অভিযোগ: ভয়াবহ বিস্ফোরণের পেছনে ই*স*রা*য়ে*লের হাত রয়েছে
শাহিদ রাজারি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর আহতদের দেখতে হাসপাতালে গেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
কাতার ও জাতিসংঘের তীব্র আহ্বান: গাজার অবরোধ তুলে নিন, না হলে খাবারের অভাবে মৃত্যু নিশ্চিত!
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আহ্বান: ৩৬টি কোম্পানির প্লট-ফ্ল্যাট না কেনার পরামর্শ

কাতার ও জাতিসংঘের তীব্র আহ্বান: গাজার অবরোধ তুলে নিন, না হলে খাবারের অভাবে মৃত্যু নিশ্চিত!

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কাতার ও জাতিসংঘ গাজার অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তীব্র আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, যদি অবরোধ অব্যাহত থাকে, তাহলে গাজায় লাখ লাখ মানুষ খাদ্য অভাবে মৃত্যু ঘটাতে পারে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে কিছু অগ্রগতি ঘটেছে, তবে চূড়ান্ত সমাধান এখনও অনিশ্চিত। শেখ মোহাম্মদ বলেন, “যুদ্ধ বন্ধ করার মূল প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার।”

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান গাজায় ইসরায়েলের আক্রমণকে “জাতিগত নিধন” হিসেবে উল্লেখ করে বলেন, “এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে।” তিনি আরো যোগ করেন, “মানবিক সহায়তা দুই মাস ধরে গাজায় পৌঁছাচ্ছে না, এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।”

জাতিসংঘের মতে, গাজায় খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে, আর তাদের ত্রাণ সরবরাহও শেষ হয়ে গেছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ তাদের বিবৃতিতে বলেছে, “অবরোধ প্রত্যাহার না করলে গাজার মানুষদের জীবন রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।”

এদিকে, ইসরায়েল গাজায় এয়ার স্ট্রাইক চালিয়ে যাচ্ছে, যার ফলে রবিবার অন্তত ৫০ জন নিহত হয়েছে, এদের মধ্যে শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধের শুরু থেকে ৫২,২৪৩ ফিলিস্তিনি নিহত এবং ১১৭,৬৩৯ জন আহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে, গাজার মানুষরা খাদ্য, পানি এবং চিকিৎসা সেবার অভাবে দিন কাটাচ্ছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের জীবন রক্ষার জন্য জরুরি পদক্ষেপের দাবি উঠেছে।

যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে, কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, “গাজার মানুষের জীবন বাঁচাতে একমাত্র সমাধান হল, অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধের সমাপ্তি ঘটানো।” জাতিসংঘও একই মত পোষণ করে বলেছে, “মানবিক সহায়তা কখনোই অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।”

গাজায় ১৮ মাস ধরে চলা এই যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সেখানে মানুষের জীবন রক্ষার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রচেষ্টা চালালেও, ইসরায়েলের আক্রমণ এবং খাদ্য সংকট পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত