
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “প্রতিবছর ঈদুল আজহার সময় আমরা লক্ষ্য করি—গরু-ছাগলের চামড়ার যথাযথ মূল্য না পেয়ে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হন। এই চামড়া বিক্রির টাকাই অনেকের জন্য আশার আলো। কিন্তু দীর্ঘদিন ধরেই একটি চক্র চামড়ার বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে সিন্ডিকেটের মাধ্যমে দরপতন ঘটিয়ে আসছে।”
এই অব্যবস্থাপনার অবসান ঘটাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে আরও থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ধর্মীয় প্রতিষ্ঠান এবং চামড়া ব্যবসায়ী প্রতিনিধিরাও।
ড. ইউনূস আরও বলেন, “পশু পরিবহন ও হাটে বিক্রির সময় যেন প্রাণীগুলোর সঙ্গে নির্দয় আচরণ না করা হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।” একই সঙ্গে চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব ব্যবস্থা যেমন ইটিপির (Effluent Treatment Plant) যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
একমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই কোরবানির মৌসুমে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তাঁর এ পদক্ষেপকে অনেকেই সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।