
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) খোলা থাকবে দেশের সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। ঈদুল আজহার অতিরিক্ত ছুটি দিতে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে ভারসাম্য আনতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াহিন। একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও জারি হয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন।
প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি পুষিয়ে নিতে ১৭ ও ২৪ মে শনিবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল দপ্তরই এর আওতায় রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি ইতিমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এনটিআরসিএ, এনসিটিবি এবং সব শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই দুই শনিবার নিয়মিত একাডেমিক কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে, ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবাসমূহ। বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেট, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা এবং ডাক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটিতে অন্তর্ভুক্ত থাকবেন না। হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ পরিবহন ও জরুরি দপ্তরের কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।
সরকারের এমন সিদ্ধান্তে ঈদের ছুটি দীর্ঘ হলেও সাপ্তাহিক ছুটিতে অফিস-বিদ্যালয় চালু রাখায় দাপ্তরিক ভারসাম্য বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।