
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হালকা এই কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭। হঠাৎ কম্পন টের পেয়ে অনেকেই ভবন থেকে বের হয়ে আসেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উৎপত্তিস্থল বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এরও আগে গতকাল শুক্রবার, ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
দেশজুড়ে টানা একাধিক ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন কম্পন ভবিষ্যতে বড় ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে, তাই সতর্ক থাকা জরুরি।




























