
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ বাঁচাতে হলে ১৭১ রান তাড়া করতে হবে বাংলাদেশ দলকে। ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।
এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার।
২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন ওপেনার টিম ট্যাক্টর। ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রান করেন ওপেনার পল স্টার্লিং।
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।
আয়ারল্যান্ডের দেয়া ১৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটন দাসের ঝড়ো ফিফটিতে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।





























