
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১০০ দিনেরও বেশি সময ধরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে দ’খলদার অ’বৈধ ই’হুদী স’ন্ত্রাসী রাষ্ট ই’সরায়েল সরকার।
এ যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের এক হাজারেরও বেশি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি প্রতিরোধ আ’ন্দোদল হা’মাস।
রবিবার (১৪ জানুয়ারি) হামাসের সামরিক শাখা আল –কাসাম ব্রি’গেডের মু’খপাত্র আবু উ’বাদাহ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই বিবৃতিতে তিনি বলেন, গত একশ দিনের মধ্যে আমরা গাজা উপত্যকার উত্তর, দক্ষিণ ও মধ্যস্থলে প্রবেশ করা এক হাজার দখ”লদার ই’সরাইলের সামরিক যান ধ্বংস ও অকার্যকর করেছি।
বিবৃতিতে আবু উ’বায়দা আরো বলেন, গত ১০০ দিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে কয়েকশ সফল অভিযান চালানো হয়েছে। সেই সঙ্গে ই’সরায়েলি বাহিনীর উপর হামলা দিন দিন আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
হা’মাস মুখপাত্র আরো বলেন, যদিও (ই’সরায়েল) বাহিনীর পক্ষ থেকে হামাসের অস্ত্রের গুদাম, মিসাইল, লাঞ্চিং ও কয়েক কিলোমিটার ট্যানেল ধ্বংসের কথিত সাফল্য ঘোষণা করা হয়েছে তা সত্যিকার অর্থেই চরম হাস্যকর দাবি। বরং খুব সন্নিকটেই এমন দিন আসতে চলছে যে, যেখানে আমরা তাদের এই দাবিগুলো সম্পুর্ন মিথ্যা প্রমাণিত করবো ই’নশা-আল্লাহ্।



























