
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারত সফরের পর সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচই হবে তার শেষ টি-টোয়েন্টি, আর মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে সেই ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হয়নি।
সম্প্রতি সাকিব স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। তিনি বলেন, “সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেই। আমি চাই দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে, আমার ক্রিকেটজীবনের শেষ ম্যাচটি খেলতে। এটি শুধু আমার জন্য নয়, আমার ভক্তদের জন্যও একটি স্মরণীয় মুহূর্ত হবে।”
ক্যারিয়ারের শেষ সময়ে সমর্থকদের মধ্যে একটি ধারণা ছিল যে, সাকিবের প্রতিটি কাজের কেন্দ্রে অর্থ থাকে। এমনকি তার নামের সঙ্গে যুক্ত হয়েছিল ‘শোরুম আল হাসান’। তবে সাকিব এ ধারণা পুরোপুরি অস্বীকার করে বলেন, “এটি আসলে কিছু সাংবাদিক ও অনলাইন মিডিয়ার বানানো গল্প। বাংলাদেশের মঞ্চে আমি যেভাবে কাজ করেছি, তা আগে কেউ করেনি। তাই নতুন কিছু দেখলে মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আমি মানুষের ধ্যানধারণা নিয়ে চিন্তিত নই; আমার কাছে শুধু আমার কাছের মানুষদের মতামত গুরুত্বপূর্ণ।”
সাকিব আল হাসান আরও জানিয়েছেন, তার মাঠে সাফল্য এবং মাঠের বাইরে অর্জিত ব্র্যান্ডিং-এর সমন্বয়ই তাকে বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক ক্রিকেট সুপারস্টার হিসেবে পরিচিত করেছে।
এখনও অনেকে সাকিবের মিরপুরে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করছেন, যা হবে তার ভক্তদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা।





























