
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “হাজার হাজার খুন, গুম ও হাজার কোটি টাকা পাচারকারী শক্তির পক্ষে কেউ প্রকাশ্যে দেশপ্রেমিক ছাত্র নেতৃত্বের ওপরে হামলা চালাবে — এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি অবরুদ্ধ নেতাকর্মীদের নিরাপত্তা দ্রুত নিশ্চিত এবং হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানান। চরমোনাই পীর বলেন, “জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র নেতৃবৃন্দের রাজনৈতিক সংগঠন এনসিপি দেশজুড়ে পদযাত্রা করছে। সর্বত্র তারা জনগণের উষ্ণ সমর্থন পাচ্ছে। গোপালগঞ্জে তাদের ওপর হামলা লজ্জাজনক।”
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই হামলা চালিয়েছে। “প্রশাসন জানত, তবুও কার্যকর ব্যবস্থা নেয়নি। পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত,” মন্তব্য করেন তিনি।
চরমোনাই পীর আরও বলেন, “কিছু মিডিয়া হামলাকারীদের গ্রামবাসী বা এলাকাবাসী বলে চালিয়ে দিচ্ছে। এটি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। যারা হামলা চালিয়েছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী — এদেরকে সেভাবেই প্রচার করতে হবে।”





























