
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করার পর এবার লাতিন আমেরিকার আরও দুই দেশ, কলম্বিয়া ও কিউবাকে ঘিরে সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই দুই দেশের বর্তমান সরকারও শিগগিরই ক্ষমতা হারাতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, কলম্বিয়ায় এমন একজন নেতা ক্ষমতায় রয়েছেন যিনি যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহে জড়িতদের প্রশ্রয় দেন। ট্রাম্পের মতে, এই সরকার দীর্ঘদিন টিকে থাকার মতো অবস্থায় নেই।
সাংবাদিকরা যখন জানতে চান, ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও কি সামরিক অভিযানের চিন্তা করা হচ্ছে, তখন ট্রাম্প রহস্যজনক ভঙ্গিতে বলেন, এমন পরিকল্পনা খারাপ শোনাচ্ছে না। এই মন্তব্যকে ঘিরে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কলম্বিয়ার পাশাপাশি কিউবার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, কিউবা ইতোমধ্যে পতনের পথে রয়েছে এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তিনি বলেন, কিউবার অর্থনীতির বড় একটি অংশ ভেনেজুয়েলার জ্বালানি ও সহায়তার ওপর নির্ভরশীল ছিল। ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের প্রভাবের আওতায় চলে আসায় কিউবার বর্তমান সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অভিযান চালায়। সেই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচারসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
ভেনেজুয়েলায় এই নাটকীয় পরিবর্তনের পর কলম্বিয়া ও কিউবা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ, আতঙ্ক এবং রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে।




























