
আওয়ার টাইমস নিউজ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে দলটি সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সমাবেশের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, আগামী শনিবারের এ সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ইসলামিক শক্তিকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, নৌ ও রেলপথে বিপুল সংখ্যক মানুষ সমাবেশে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।
সমাবেশের দাবির মধ্যে রয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাইসহ সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, স্থানীয় সরকার নির্বাচন অগ্রাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
গোলাম পরওয়ার জানান, মাঠে বালিভরাট, পানি নিষ্কাশন, বড় মঞ্চ, তিনটি তোরণ, অতিথি আসন, ৩৩টি এলইডি স্ক্রিন, ৩১০টি মাইকের হর্নসহ নানা প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকার ২০টি পয়েন্টে ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। থাকবে ট্র্যাফিক পুলিশের সহায়তা, ১৫টি গাড়ি পার্কিং পয়েন্ট, ৫০ হাজার বোতল পানি, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। সমাবেশের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। এর আগে সকাল ১০টা থেকে সাইমুমসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সমাবেশটি লাইভ সম্প্রচার করা হবে। তবে মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি বলে জানান তিনি।
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



























