
আওয়ার টাইমস নিউজ
নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সৃষ্ট সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, “সহিংসতার বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে কিছু তথ্য ছিল, তবে এত বড় আকার ধারণ করবে তা অনুমান করা যায়নি।” আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যার যে বক্তব্য, সে সেটাই দেবে। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছি এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।”
অপরাধীদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “যারা অন্যায় করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”



























