
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো কলম্বোর মাঠে। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচের গল্প যেন লেখা হয়েছিল দুই নায়ককে ঘিরে—বল হাতে স্পিনার মেহেদী হাসান এবং ব্যাট হাতে তরুণ তানজিদ হাসান।
প্রথমে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে তারা। মেহেদী হাসানের ঘূর্ণিতে একে একে ফিরেন নিশাঙ্কা, পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কা। মাত্র ৪ ওভারে ১১ রান খরচ করে তুলে নেন ৪টি উইকেট—টি-টোয়েন্টিতে অনন্য এক স্পেল উপহার দেন এই অলরাউন্ডার।
লঙ্কানদের হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন পাথুম নিশাঙ্কা (৪৬) ও দাসুন শানাকা (৩৫*, শেষ ওভারে ঝড়ো ব্যাটিং)। তাদের কল্যাণে স্কোরবোর্ডে আসে ১৩২ রান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ—আউট হন ইমন। কিন্তু সেখান থেকে দলকে বিপদমুক্ত করেন তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস। তাদের ৭৪ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। লিটন করেন ৩২ রান, তবে ম্যাচের নায়ক নিঃসন্দেহে তানজিদ, যিনি খেলেন মাত্র ৪৭ বলে ৭৩ রানের চোখধাঁধানো ইনিংস। ৬টি বিশাল ছক্কায় ছিন্নভিন্ন করেন লঙ্কান বোলারদের।
শেষদিকে হৃদয়ের (২৫ বলে ২৭*) সঙ্গে ৫৯ রানের আরেকটি জুটি গড়ে ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করেন টাইগাররা।
স্কোরসংক্ষেপ:
শ্রীলঙ্কা: ১৩২/৭ (২০ ওভার)
বাংলাদেশ: ১৩৩/২ (১৬.৩ ওভার)
ফলাফল: বাংলাদেশ জয়ী ৮ উইকেটে ও ২১ বল হাতে রেখে
সিরিজ ফল: বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয়ী




























