
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: জিতলে সিরিজ, হারলে হাতছাড়া, এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১৩২ রানে থামিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান।
মেহেদি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে শিকার করেছেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। বিশেষ করে শ্রীলঙ্কার তিন অধিনায়ক, সাবেক অধিনায়ক কুশাল পেরেরা, দীনেশ চান্দিমাল এবং বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কা, সবাই তার ঘূর্ণিতে কুপোকাত।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতেই পেসার শরিফুল ইসলামের বলে কুশাল মেন্ডিস আউট হন। এরপর মেহেদি হাসান একাই ত্রাস সৃষ্টি করেন লংকান ব্যাটিং শিবিরে। তার স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক উইকেট হারায় স্বাগতিকরা।
পাথুম নিশাঙ্কা কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। তিনি ৩৯ বলে চার বাউন্ডারিতে করেন সর্বোচ্চ ৪৬ রান। শেষ দিকে দাসুন শানাকার ২৫ বলে ৩৫ রানে ভর করে শ্রীলঙ্কা কোনো রকমে ১৩২ রান সংগ্রহ করে।
সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান করেও ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে ২২ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। এবার লক্ষ্য ছোট, ব্যাট হাতে জ্বলে উঠতে পারলে বহু কাঙ্ক্ষিত সিরিজ জয় ধরা দিতে পারে লাল-সবুজের হাতে।




























