
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অর্থ প্রদানের মাধ্যমে পরিচালিত ঝটিকা মিছিলের অভিযোগে ৪৬ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের বরাতে জানা যায়, আটককৃতরা মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, রাজধানীর বিভিন্ন স্থানে দ্রুত সংগঠিত হওয়া মিছিলগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।
শেরেবাংলা নগর থানা থেকে ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) থেকে ১৩ জন, খিলক্ষেত থানা থেকে চারজন, উত্তরা থানা থেকে দুজন, বাড্ডা ও বনানী থানা থেকে তিন-তিনজন, এবং তেজগাঁও থানা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, সকাল ৭টা ৩৭ মিনিটে খিলক্ষেত এলাকার পুরাতন মস্তুল চেকপোস্টে নিষিদ্ধ ঘোষিত মিছিল করার জন্য নেতাকর্মীরা জড়ো হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম, বাড্ডা, শেরেবাংলা নগর, বনানী ও তেজগাঁও থানার পুলিশও পৃথক অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিমূলক অবস্থায় থাকা নেতা ও কর্মীদের আটক করে। সিটিটিসি থেকে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আটককৃত ৪৬ জনসহ ঝটিকা মিছিলের অন্যান্য অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
























