
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, নেগেভ মরুভূমির একটি সামরিক ঘাঁটি এবং অধিকৃত ইলাতের লোহিত সাগর বন্দর—এই তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। বুধবার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। (সূত্র: মেহের নিউজ)
তিনি বলেন, প্রথম দফায় বেন গুরিয়ন বিমানবন্দরে ‘জুলফিকার’ ধরণের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় ‘লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারীকে’ আশ্রয় নিতে বাধ্য হতে হয়। পরে দ্বিতীয় দফায় বিমানবন্দর, সামরিক স্থাপনা ও বন্দরকে লক্ষ্য করে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়।
ইয়াহিয়া সারি আরও বলেন, “গাজায় আমাদের ভাইদের ওপর গণহত্যার প্রতিবাদে ইয়েমেন সামরিক অভিযান সম্প্রসারণে দ্বিধা করবে না।”
ইয়েমেনি যোদ্ধাদের আরোপিত নৌ অবরোধের কারণে ইসরাইলের একমাত্র লোহিত সাগর বন্দর ইলাত কার্যত অচল হয়ে পড়েছে। বন্দরটির ক্রমবর্ধমান ঋণ সংকটের কারণে কর্তৃপক্ষ ইতোমধ্যে বন্দর বন্ধের ঘোষণা দিয়েছে।



























