
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। ইতোমধ্যেই আইসিসি প্রকাশ করেছে গ্রুপিং ও পূর্ণাঙ্গ সময়সূচি। প্রকাশিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশকে রাখা হয়েছে ‘সি’ গ্রুপে। লিটন দাসের নেতৃত্বে টাইগারদের গ্রুপসঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালি।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজকে।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর শেষ ম্যাচটি মুম্বাইয়ে রাতে অনুষ্ঠিত হবে নেপালের বিপক্ষে।
এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ কলকাতা বিকেল ৩:৩০
৯ ফেব্রুয়ারি ইতালি কলকাতা সকাল ১১:৩০
১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড কলকাতা বিকেল ৩:৩০
১৭ ফেব্রুয়ারি নেপাল মুম্বাই সন্ধ্যা ৭:৩০
চারটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখান থেকেও দুই শীর্ষ দল খেলবে সেমিফাইনালে। নির্ধারিত আছে ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল এবং ৮ মার্চ ফাইনাল।
চূড়ান্ত ম্যাচ কোথায় হবে তা নির্ভর করছে পাকিস্তানের ওপর—তারা ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোয়, না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।




























