
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর শান্তি নিয়ে ভাবার কোনো বাধ্যবাধকতা অনুভব করেন না। এর আগে ক্ষমতায় আসার পর ট্রাম্প বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার দাবি করে নোবেল শান্তি পুরস্কার চেয়েছিলেন, কিন্তু শেষপর্যন্ত পুরস্কার পাননি।
গ্রিনল্যান্ড ইস্যুতে চলমান আন্তর্জাতিক বিতর্কের সময় ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে পাঠানো একটি চিঠিতে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি বহু যুদ্ধ বন্ধ করেছি, তবুও নরওয়ে আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই আমি আর শান্তি নিয়ে ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং দেশের নিরাপত্তা সর্বদা আমার নজরে থাকবে।
চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করতে সক্ষম নয়, এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া দ্বীপটি নিরাপদ রাখা সম্ভব নয়।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বিষয়টি সম্পর্কে জানিয়েছেন, নরওয়ে সরকার নয়, স্বাধীন নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার প্রদান করে। এর ফলে ট্রাম্পের মন্তব্য সরাসরি নরওয়েজিয়ান নোবেল কমিটিকে কেন্দ্র করে করা হয়েছে।




























