
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনার পর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যা বিভ্রান্তি ছড়ানোর দায়ে এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়কেও সমালোচনার মুখে ফেলেছে।
১৬ জুলাই সংঘর্ষের পর জয় তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় পুলিশের গাড়িতে এক ব্যক্তির লাশ তোলা হচ্ছে। জয় দাবি করেন, ভিডিওটি গোপালগঞ্জের এবং ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
কিন্তু অনুসন্ধানী প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানারের তথ্যানুসারে, ভিডিওটি গোপালগঞ্জের নয়, এটি ২০২৪ সালের ৪ জুনের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসস্ট্যান্ডের ঘটনা। সেদিন এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই পুরনো ভিডিওকে নতুন করে গোপালগঞ্জের ঘটনার সঙ্গে মিলিয়ে জয় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন বলে সমালোচনা হচ্ছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে নিয়ে ব্যাপক ট্রল, কটাক্ষ ও বিদ্রূপ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীর পুত্র হয়ে কীভাবে কোনো যাচাই ছাড়াই এমন একটি ভুয়া ভিডিও শেয়ার করা সম্ভব? অনেকের মন্তব্য, এটি একজন দায়িত্বশীল নেতৃত্বের চরম দায়িত্বহীন আচরণ।



























