
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভাসানী জনশক্তি পার্টি। দলটির নেতারা বলছেন, এই হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তা মানে না।
রোববার বিকেলে পুরাতন পল্টনের চায়ের গলি থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিজয়নগর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে পরিণত হয়। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে কমান্ডো অভিযানের মাধ্যমে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা। তার ভাষায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করার ঘটনা সভ্য বিশ্বে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, এই হামলা যুক্তরাষ্ট্রের শাসকগোষ্ঠীর প্রকৃত চরিত্র উন্মোচন করেছে এবং এটি স্পষ্ট করে দিয়েছে, ওয়াশিংটনের গণতন্ত্রের দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তিনি অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, ভেনেজুয়েলা জাতিসংঘের স্বীকৃত একটি স্বাধীন রাষ্ট্র। কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার এককভাবে কোনো রাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।
তিনি বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ যদি কার্যকর অবস্থান না নেয়, তবে বৈশ্বিক সংস্থা হিসেবে তাদের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। একই সঙ্গে তিনি এই হামলায় সংঘটিত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস ও বিলকিস খন্দকার। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান এবং শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন।
এ ছাড়াও ভাসানী জনশক্তি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।





























