সর্বশেষ
ভোলার মনপুরায় আবারও ভূমিকম্প, কেঁপে উঠলো বসতবাড়ি ও মসজিদ
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ১৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫
আমার আন্তর্জাতিক আইন মানার দরকার নেই: ট্রাম্প
ইরানে ইন্টারনেটের পর মোবাইল নেটওয়ার্ক বন্ধের শঙ্কা
কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
বিশ্ববাজারের নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে দেশের বাজারেও, কমেছে স্বর্ণের দাম।
আন্তর্জাতিক সংবাদ
শ্বশুরবাড়িতে জামাই মঈনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেল সিলেট
মাত্র ১৫ মাসে কুরআনের হাফেজ শিশু সোলাইমান
দেশের ৩৫ জেলায় ভয়ংকর ভাইরাস শনাক্ত, নতুন সংক্রমণ ঝুঁকিতে সতর্ক আইইডিসিআর
বিশ্ববাজারে আরও কমেছে সোনার দাম, দেশে ভরি কত?
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কেন এমন ভয়ঙ্কর প্রতারণা? ৫ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন
চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী গ্রেপ্তার

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কেন এমন ভয়ঙ্কর প্রতারণা? ৫ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিচার ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুর্ঘটনার জন্য পাইলটের ত্রুটি, বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলা এবং মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের ভবন নির্মাণে বিল্ডিং কোড লঙ্ঘন সরাসরি দায়ী। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৫ দফা দাবি।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো।
১. তদন্ত প্রতিবেদনে উল্লেখিত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি এবং স্কুল কর্তৃপক্ষের বিল্ডিং কোড লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের (অব.) বিরুদ্ধে উত্থাপিত তিন হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করে অর্থ উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।

২.শহীদ পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনে (নম্বর: ১১৮৪২/২০২৫) উল্লিখিত রুল অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান।

৩. নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ‘শহীদী মর্যাদা’ ও সনদ প্রদান এবং তাদের স্মরণে একটি স্থায়ী মেমোরিয়াল নির্মাণ।

৪. প্রতি বছর ২১ জুলাইকে ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ ঘোষণা, উত্তরায় একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং নিহত শিশুদের কবরের স্থায়ী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।

৫. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তা কর্মসূচি গ্রহণ।

দুর্নীতির অভিযোগ ও হৃদয়বিদারক বর্ণনা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমানবাহিনীর বাজেটে ব্যাপক দুর্নীতি না হলে বিমানের যথাযথ রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হতো। পরিবারগুলোর অভিযোগ, এই দুর্নীতির ফলেই পাইলটসহ মোট ৩৬ জন নিহত এবং ১৭২ জন আহত হন।

এসময় উপস্থিত আশরাফুল ইসলাম, রেজাউল করিম ও রফিক মোল্লাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিটে দিয়াবাড়ী ক্যাম্পাসে বিমানটি আছড়ে পড়লে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা আগুনে পুড়ে ও দ্বিখণ্ডিত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান। তাদের দাবি, বিশ্ব ইতিহাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এত বড় প্রাণহানির নজির বিরল।

ক্ষতিপূরণ প্রস্তাব প্রত্যাখ্যান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, গত ১১ ডিসেম্বর ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিহতদের জন্য ২০ লাখ টাকা এবং আহতদের জন্য ৫ লাখ টাকা সহায়তার যে ঘোষণা দিয়েছিলেন, তা তারা ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেন। একইভাবে ২৯ ডিসেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত এক কোটি টাকা ক্ষতিপূরণের সম্ভাব্য প্রস্তাবও নাকচ করা হয়।

পরিবারগুলোর ভাষ্য, তারা অর্থের আগে সুনির্দিষ্ট ন্যায়বিচার চান। পূর্বে দেওয়া মৌখিক প্রতিশ্রুতি ও আদালতের নির্দেশনা এখনো বাস্তবায়িত না হওয়ায় তারা গভীর হতাশা প্রকাশ করেন এবং বিদেহী আত্মাদের শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৪২
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:০৮
মাগরিবসন্ধ্যা ৫:২৯
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৪২
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:০৮
মাগরিবসন্ধ্যা ৫:২৯
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত