
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের সামগ্রিক মানসিকতা পরিবর্তন না হলে দেশে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না। সোমবার (২৪ নভেম্বর) সকালে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সাংবাদিকদের জন্য বিদ্যমান সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করা জরুরি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে আশা করি— সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের আইন ব্যবহার করবেন না।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের নিজেদের ন্যারেটিভ শক্তিশালী করতে হবে। তাহলেই তারা কণ্ঠস্বর বজায় রেখে দায়িত্ব পালন করতে পারবেন।
ডিজিটাল অ্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আইনটি গুরুত্বপূর্ণ। দেশে যেন ভয়ভীতি ও দমন-পীড়নের সংস্কৃতি ফিরে না আসে, সেজন্য এই আইন প্রয়োজন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত— এ বিষয়টি আজও বড় প্রশ্ন।



























