
স্পেশাল নিউজ করেসপন্ডেন্ট: হুসাইন আল আজাদ।
আওয়ার টাইমস নিউজ।
আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ২৪তম ঐতিহাসিক আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৫। পবিত্র কুরআনের তিলাওয়াত চর্চার বিকাশ ও বিশ্বময় কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বিকেল ৪টায় এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কুরআন প্রেমী মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এই কিরাত সম্মেলনটি পরিচালনা করছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলি এবং সার্বিক সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলি’র চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ এবং ডিআইজি এজাজ আহমেদ। পাশাপাশি ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও উপস্থিত থাকবেন। সম্মেলনের সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী।
২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বিখ্যাত ক্বারিদের তিলাওয়াত শ্রোতাদের জন্য অনন্য এক অভিজ্ঞতা হয়ে উঠবে। অংশগ্রহণকারী ক্বারিদের মধ্যে থাকছেন-মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলামনেজাদ এবং ফিলিপাইনের ক্বারি মুহাম্মদ নাযীর আসগর।
১৯৯১ সালে ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) প্রতিষ্ঠার পর থেকে ‘ইক্বরা’ সংস্থা টানা ৩৪ বছর ধরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন আয়োজন করে আসছে, যা এখন বিশ্ব কিরাত অঙ্গনের একটি ঐতিহ্যবাহী মিলনমেলা হিসেবে স্বীকৃত।

























