
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের স্বর্ণবাজারে নতুন করে ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক এই মূল্যবৃদ্ধির ফলে সোনার ভরি এখন কার্যত ২ লাখ ৪০ হাজার টাকার দোরগোড়ায় পৌঁছে গেছে। এতে সাধারণ ক্রেতা ও বিয়ের বাজারে বাড়তি চাপ তৈরি হচ্ছে। তবে বিনিয়োগকারীদের একাংশের মতে, অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে স্বর্ণের প্রতি মানুষের ঝোঁক বাড়ায় দাম আরও বাড়তে পারে।
স্বর্ণ ব্যবসায়ীরা জানান, বাজারে চাহিদা তুলনামূলক কম থাকলেও আন্তর্জাতিক মূল্য ও ডলার সংকটের প্রভাব দেশীয় বাজারে সরাসরি পড়ছে। ফলে দাম কমার কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না তারা।
উল্লেখ্য, চলতি বছরেই একাধিকবার সোনার দাম বাড়ানো হয়েছে, যার প্রতিবারই নতুন রেকর্ড গড়েছে দেশের স্বর্ণবাজার।




























