
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১০ জানুয়ারি) রাতে নতুন দাম নির্ধারণ করে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মূল্যের তুলনায় ১ হাজার ৫০ টাকা বেশি।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা। নতুন দাম রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। সোনার দাম সমন্বয় নিয়মিতভাবে বাজার পরিস্থিতি অনুযায়ী করা হয়।
গত বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৯ বার কমানো হয়েছে। চলতি বছরে এটি ৫ম সমন্বয়, যেখানে দাম ৩ বার বৃদ্ধি পেয়েছে এবং ২ বার কমানো হয়েছে।

























