
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি বাণিজ্য নিয়ে কড়া অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইউরোপের যে দেশ রাশিয়া থেকে তেল আমদানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেয়া হবে। তবে ব্যতিক্রম থাকছে একটি দেশ ‘হাঙ্গেরি’।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, ইউরোপের দেশগুলোর রুশ তেলের ওপর নির্ভরতা কমাতেই এই উদ্যোগ। তবে হাঙ্গেরিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে তাদের ভূরাজনৈতিক অবস্থা ও জ্বালানি সংকটের কারণ বিবেচনায়।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত জানায় যে, ইউরোপের মধ্যে শুধুমাত্র হাঙ্গেরি নির্দিষ্ট সময় পর্যন্ত রাশিয়ার তেল কিনতে পারবে।
ট্রাম্প দাবি করেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করা গেলে মস্কোর যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা দ্রুত দুর্বল হবে এবং ইউক্রেনে স্থিতাবস্থা ফিরতে সাহায্য করবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি হতে পারে। ইউরোপীয় অনেক দেশ বিকল্প জ্বালানি উৎস খুঁজে পেতে আরও সক্রিয় হতে বাধ্য হবে।
হাঙ্গেরি সরকার বলেছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই ছাড় নেয়া হয়েছে। অন্যদিকে, ইউরোপের নীতিনির্ধারকরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যৌথ প্রতিক্রিয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন।
বিশ্ববাজারে জ্বালানির মূল্য ও সরবরাহ ব্যবস্থায় এই নীতির প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হতে পারে বলে ধারণা করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা




























