
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাকে ‘আজাদির এলাকা’ ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির যে সংগ্রাম ছিল, সেই আজাদির পথেই এগোবে তাদের রাজনীতি। কোনো অবস্থাতেই গোলামির রাজনীতি মেনে নেওয়া হবে না।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদী পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সাম্য ও হাদিসহ সাম্প্রতিক সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে মাঠে নামছে এনসিপি ও তাদের শরিকরা। তিনি বলেন, এগারো দলীয় জোট কোনো ব্যক্তি বা দলের গোলামি নয়, আজাদির পক্ষে অবস্থান নিয়েই রাজনীতি করবে।
প্রশাসনের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন এই এনসিপি নেতা। তার অভিযোগ, কিছু সরকারি কর্মকর্তা অতীতের মতোই রাজনৈতিক পক্ষপাত দেখাচ্ছেন। তিনি বলেন, ক্ষমতার কেন্দ্র বদলালেই প্রশাসনের আনুগত্য বদলে যাবে, এই মানসিকতা আর চলতে দেওয়া হবে না।
ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি রাষ্ট্র। এখান থেকেই আজাদির নতুন লড়াই শুরু হচ্ছে বলে তিনি ঘোষণা দেন।
নির্বাচনি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ঢাকা-৮ এলাকায় কোনো ধরনের অপরাধী কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং এ বিষয়ে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
প্রচারণা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এনসিপির সব কার্যক্রমে আজাদির বার্তাই থাকবে মুখ্য। কোনো বিভাজনমূলক প্রতীক বা ইস্যু সামনে আনা হবে না।
এছাড়া নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশনকে জনগণের কাছে জবাবদিহিমূলক আচরণ করতে হবে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জাতীয় নেত্রীদের নাম ব্যবহার করাকে তিনি অনৈতিক ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেন।




























